[ম্যাক নিউজ]
কুমিল্লায় পৃথক অভিযানে মমতাজ বেগম (৫০) ও সাবিনা (৩৫) নামের দুই নারী মাদক কারবারি কে আটক করেছে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২।
সোমবার গভীর রাতে জেলার দেবিদ্বার উপজেলার বাগুর ও আলেখারচর বিশ্বরোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মমতাজ বেগমের কাছ থেকে ৫ হাজার ৮১০পিস ইয়াবা ট্যাবলেট ও সাবিনার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫০) এবং লক্ষীপুর সদর থানার কালিবাজার গ্রামের মৃত বাবুল বেপারীর স্ত্রী সাবিনা (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এই বিষয়ে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী ও দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।