[ম্যাক নিউজ]
নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
গতকাল ২৩ মার্চ কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৫ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫৩৭জনে।
আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েনি। ফলে মৃত্যুর সংখ্যা ২৮৩জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ২০জন,চৌদ্দগ্রাম ০১ জন,লাকসাম ০১ জন, সদর দক্ষিণ ০২ জন। লালমাই ০১ জন ।
আজকের রিপোর্টে সুস্থ্য ০৯ দেখানো হয়ছি। কুমিল্লা সিটি ০৯ জন,আর্দশ সদর ০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৮ হাজার ৯২৯জন করোনা রোগী।
গতকাল ২৩ মার্চ বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৫৫হাজার ৮৬১জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৫৫ হাজার ৪৯৪জনের। এর মধ্যে ৯ হাজার ৫৩৭জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।