[ ম্যাক নিউজ ]

সম্মানিত সকল ব্যবসায়ীবৃন্দ আসসালামু আলাইকুম,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সম্প্রতি কুমিল্লাসহ সারাদেশে করোনা সংক্রমনের হার পুনরায় মারাত্মক ভাবে বৃদ্ধি পাওয়ায়
মাননীয় সাংসদ আকম বাহাউদ্দিন বাহার মহোদয়,
জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কুমিল্লা দোকান মালিক সমিতির যৌথ সিদ্ধান্ত মোতাবেক
শনিবার থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত শুধুমাত্র ঔষধ দোকান ছাড়া কাঁচাবাজার, মাছ-মাংসের দোকান, হোটেল, রেস্তোরা, মার্কেট, শো-রুম, সুপারসপ, ব্যান্ডসপ, রাস্তা-ফুটপাতের ভ্রাম্যমান দোকান সহ সকল দোকান
রাত ৯.০০ টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে,
স্বাস্থ্য সুরক্ষার জন্য মার্কেট ও দোকান জীবানুমুক্ত রাখতে হবে, সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রেতাদের হ্যান্ড স্যানিটাইজ করে
দোকানে প্রবেশ করাতে হবে,
ক্রেতা ও বিক্রেতাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে
এসব নির্দেশনা অম্যান্য করলে
প্রশাসনের শাস্তির মুখোমুখি হতে হবে,
অপ্রয়োজনে ঘরের বাহিরে আসবেন না,
সামাজিক দুরুত্ব বজায় রাখুন,
নিজে বাচুঁন, অন্যকে বাচঁতে দিন,

অনুরোধক্রমেঃ———

সানাউল হক
সভাপতি
কুমিল্লা দোকান মালিক সমিতি

মোহাম্মদ আতিক উল্লাহ খোকন
সাধারণ সম্পাদক
কুমিল্লা দোকান মালিক সমিতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *