[ম্যাক নিউজ ]

রিপোর্ট:নেকবর হোসেন


গতকাল ২৫মার্চ কুমিল্লা জেলায় নতুন করে আরও০৬জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫৬৬জনে।
আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছি। ফলে মৃত্যুর সংখ্যা ২৮৪জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ০৪ জন, লাকসাম ০১জন, সদর দক্ষিণ ০১ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য ০৫ দেখানো হয়ছি। কুমিল্লা সিটি ০৫জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৮ হাজার ৯৪৫জন করোনা রোগী।
গতকাল ২৫ মার্চ বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৫৬হাজার ৪৬৩জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৫৫ হাজার ৬৫৭জনের। এর মধ্যে ৯ হাজার ৫৬৬জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *