[ম্যাক নিউজ]
নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
গতকাল ৩০মার্চ কুমিল্লা জেলায় নতুন করে আরও৩৯জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৯২জনে।
আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়েনি।ফলে মৃত্যুর সংখ্যা ২৮৭জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৩৬জন,বরুড়া ০২ জন,চৌদ্দগ্রাম ০১জন।
আজকের রিপোর্টে সুস্থ্য ০৫দেখানো হয়ছি। কুমিল্লা সিটি ২০জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ০৩০জন করোনা রোগী।
গতকাল ৩০মার্চ বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৫৭হাজার ২০৯জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৫৬ হাজার ৭১১জনের। এর মধ্যে ৯ হাজার ৭৯২জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।