[ম্যাক নিউজ ]
করোনা সেকেন্ড ওয়েভ মোকাবেলায় কোচিং সেন্টারে
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনার “ঞ” দফার প্রেক্ষিতে কুমিল্লা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের তত্ত্বাবধানে কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েব মোকাবেলায় কুমিল্লা নগরীতে তিনজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্কুল/মাদ্রাসা/কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা।
বন্ধ স্কুল/মাদ্রাসা/কোচিং সেন্টারের তালিকা:
ক. রেসিডেন্সিয়াল স্কুল
খ. ইকরা স্কুল ও মাদ্রাসা
গ. এ,বি কোচিং
ঘ. ই,হক কোচিং
ঙ. ইউ,সি,সি কোচিং
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নাম:
০১. জনাব জনি রায়
০২. জনাব মাহমুদুল হাসান রাসেল
০৩. জনাব তানজিমা আঞ্জুম সোহানিয়া
বি:দ্র: বর্ণিত স্কুল/মাদ্রাসা/কোচিং এই মর্মে অঙ্গীকার করেন যে, সরকারের নির্দেশনা মানতে তারা বাধ্য থাকবে মর্মে আজ তাদের সমস্ত প্রশাসনিক কাজ শেষ করে আগামীকাল থেকে কোন পাঠদান কার্যক্রম বন্ধ রাখবেন। আগামীকাল থেকে কোন স্কুল/মাদ্রাসা/কোচিং খোলা থাকলে আইন মোতাবেক জরিমানা/কারাদন্ড/ সীলগালা করা হবে।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।