[ম্যাক নিউজ ]

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকা প্রথম ধাপের ডোজ প্রয়োগের পর এসেছে দ্বিতীয় ধাপের ডোজ। আজ ৭ এপ্রিল দুপুর ২ঃ৩০ ঘটিকায় দিকে কুমিল্লা সদর ৬ আসনের তিন তিন বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দ্বিতীয় ধাপের ডোজ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন, বিএমএ কুমিল্লার সভাপতি আবদুল বাকী আনিছ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ প্রমুখ।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার জানান, করোনাভাইরাস সংক্রামন দিনি দিনি বাড়ছে, সকলে স্বাস্থ্যবিধি মেনে চললে আক্রান্ত কমবে, তিনি জানান করোনা রোগীদের চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে করোনা ইউনিট চালু করা হবে। ৩০ বেডের করোনা ইউনিট করতে আমরা কাজ করছি। দ্রুত কুমিল্লা সদর হাসপাতালে করোনা ইউনিট চালু করে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায় জানান, প্রথম ধাপে ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা এসেছিলো কুমিল্লায়। যেখানে ২ লাখ ১১ হাজার ডোজ পুশ করা হয়। এবার দ্বিতীয় ধাপে এসেছে ১লাখ ৪১ হাজার ডোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *