[ম্যাক নিউজ ডেস্ক]
সুনামগঞ্জের ধর্মপাশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক ও এফ রহমান হলের সাংগঠনিক সম্পাদক আফজাল খানকে লাঞ্ছিত করার ঘটনায় জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) আবুল হাসেম আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় হরিপুর সাতঘরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।