[ম্যাক নিউজ ডেস্ক]
সন্ত্রাস দমন আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য গোলাম রাব্বানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (৭ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৬ এপ্রিল গোলাম রাব্বানীকে মিরপুর থেকে আটক করে র্যাব। র্যাবের কাছে নিজেকে হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। এরপর তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়।