[ ম্যাক নিউজঃ রিপোর্টঃ মাহফুজ নান্টু ]
কুমিল্লায় বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। রোগীর বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিদের।
এই বেসামাল অবস্থায় দুশ্চিন্তা বাড়িয়েছে হাসপাতালের শয্যাসংকট।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৮টি বেড রয়েছে। প্রতিটি বেডেই চিকিৎসা নিচ্ছেন সংকটাপন্ন রোগীরা। এ ছাড়া করোনা ইউনিটে ১৩৪টি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ১৪৯ জন রোগী।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, ‘আসনসংখ্যার চেয়েও বেশি রোগীর সেবা দিচ্ছি। আমাদের লোকবল যথেষ্ট। অক্সিজেন সরবরাহও করা যাবে। তবে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা নিয়ে খুব উদ্বিগ্ন। এভাবে কত দিন সেবা দেয়া যাবে বুঝতে পারছি না।’