[ম্যাক নিউজ]
নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
গতকাল ১০ এপ্রিল কুমিল্লা জেলায় নতুন করে আরও৯৮ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬০০জন।
আজকের রিপোর্টে সাতজন মৃত্যু দেখানো হয়েছি।ফলে মৃত্যুর সংখ্যা ৩২০জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৫৫জন,চৌদ্দগ্রাম ০৭জন, লাকসাম ০৯জন, চান্দিনা ০১ জন, দেবিদ্বার ০১জন, সদর দক্ষিণ ০৩জন, আর্দশ সদর ০১জন, বুড়িচং ০৫, নাঙ্গলকোট ০৭ জন,ব্রাক্ষণপাড়া০৩জন, মনোহরগন্জ ০২ জন,
বরুড়া ০২ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য কোন দেখানো হয়েনি। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ০৫৫জন করোনা রোগী।
গতকাল ১০এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬০হাজার ৭০৬জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬০ হাজার০৩৪জনের। এর মধ্যে ১০ হাজার ৬০০জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ৪৪৮
এদের মধ্যে নতুন সনাক্ত: ০৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *