[ম্যাক নিউজ]
কুমিল্লায় একটি মাদ্রসা থেকে সাব্বির হোসেন সজিব (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) রাত ৮ টায় নগরীর ১৬ নং ওয়ার্ড সংরাইশ পাকপাঞ্জাতান মুজিবীয়া সুন্নিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
তাঁর বাড়ি আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর মন্দির সংলগ্ন।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।