ম্যাক নিউজ: রিপোর্ট মাহফুজ নান্টু
র্যাব ১১-এর কুমিল্লার কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বুড়িচংয়ের ঘোষনগর এলাকায় অভিযান চালানো হয়। সে সময় সীমান্ত এলাকা থেকে আসা একটি প্রাইভেট কারকে সন্দেহের জেরে আটকানো হয়। তাতে তল্লাশি চালিয়ে মাদকগুলো পাওয়া যায়।
কুমিল্লার বুড়িচংয়ে সীমান্ত থেকে আসা প্রাইভেট কারে পাওয়া গেছে গেছে ৩০ কেজি গাঁজা ও ৯৭ বোতল ফেনসিডিল।
এ সময় আটক করা হয়েছে সুমন ভূঁইয়া ও এনামুল হক নামের দুই যুবককে।
র্যাব ১১ কুমিল্লার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। র্যাব সদস্যদের দাবি, আটক দুইজন মাদক কারবারি। তাদের বাড়ি বুড়িচং উপজেলায়।
র্যাব ১১-এর কুমিল্লার কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বুড়িচংয়ের ঘোষনগর এলাকায় অভিযান চালানো হয়। সে সময় সীমান্ত এলাকা থেকে আসা একটি প্রাইভেট কারকে সন্দেহের জেরে আটকানো হয়। তাতে তল্লাশি চালিয়ে মাদকগুলো পাওয়া যায়।
গাড়ি থেকে আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা অনেক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলেন। মাদক আইনে তাদের গ্রেপ্তার দেখিয়ে বুড়িচং থানায় পাঠানো হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।