ম্যাক নিউজ রিপোর্ট :নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি।


কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুই শিক্ষক হলেন জোনাইদ আহমেদ ও শিক্ষক আল-আমিন।গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রোববার রাতে নগরীর পাক পাঞ্জাতন মুজিবীয় সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার লেপ-তোশকের স্তূপ থেকে সাব্বির হোসেন সজিব নামে সাত বছরের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
গত সোমবার সকালে শিশুটির মা ওই দুই শিক্ষককে আসামি করে হত্যা মামলা করেন।
এজাহারে বলা হয়, মাদ্রাসার শিক্ষকরা সজিবকে হত্যা করেছে। হত্যার পর লেপ-তোশকের স্তূপে মরদেহ লুকিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন তারা।
মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ছিল। তিনি মাদ্রাসার একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলতে পারবেন।
ওসি বলেন, ‘কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানতে পারিনি। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে এখনও শুনানি হয়নি। আশা করছি, আগামী বৃহস্পতিবার তাদের রিমান্ডে পাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *