[ম্যাক নিউজ]


কুমিল্লা র‌্যাব-১১সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব প্রেস রিলিজে যানায়, গোপন সংসবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একাধিক আভিযানিক দল ১৫ এপ্রিল ২০২১ ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আমতলী ও জাগুরঝুলি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর গ্রামের আতাউর রহমান এর ছেলে আরিফ সরকার (১৯), কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া গ্রামের নাজির আহম্মেদ এর ছেলে মনির হোসেন (২৮)।

এসময় কোতয়ালী থানাধীন আমতলী এলাকা থেকে আরিফ সরকার এর নিকট থেকে ১০৪ বোতল ফেন্সিডিল এবং একই থানাধীন জাগুরঝুলি এলাকা থেকে মনির হোসেন এর নিকট হতে ৩,৮১৫ পিস ইয়াবাসহ উক্ত অভিযানে আরিফ সরকার (১৯) এর নিকট হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *