[ম্যাক নিউজঃরিপোর্টঃ নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লার রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বুড়িচং উপজেলার নিমসার পাইকারি বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে তদারকি টিম এ তদারকি অভিযান পরিচালনা করেছে।
এ সময় মিথ্যা ঘোষণা দিয়ে বেশি দামে সবজি বিক্রির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ০৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ধারায় সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়ের রশিদ সংরক্ষণ ও বিক্রয়ের পাকা রশিদ প্রদান এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।
অভিযানে এএসআই জহিরের নেতৃত্বে দেবপুর ফাঁড়ির পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।