[ম্যাক নিউজ রিপোর্ট নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি]


গতকাল ১৯এপ্রিল কুমিল্লা জেলায় নতুন করে আরও৭৮ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার৩৪৪জন।
আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছি।ফলে মৃত্যুর সংখ্যা ৩৪৬ জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৪৩জন,আর্দশ সদর ০৭
জন, ব্রাক্ষণপাড়া ০১জন, সদর দক্ষিণ ০১জন, মুরাদনগর ০১জন, বুড়িচং০২জন, চান্দিনা০৪ জন,
বরুড়া ০৮জন, হোমনা ০১ জন,লালমাই ০১ জন। দাউদকান্দি ০২জন।
আজকের রিপোর্টে সুস্থ্য ৩৯ দেখানো হয়েছি। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ১৫২জন করোনা রোগী।সুস্থ্য আজকের কুমিল্লা সিটি কর্পোরেশন ৩৫জন, আর্দশ সদর০৪ জন।
গতকাল ১৯এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৪হাজার ৫০৭জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৩হাজার ৫৯৬জনের। এর মধ্যে ১১ হাজার ৩৪৪জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৫৮
এদের মধ্যে নতুন সনাক্ত: ০২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *