[ম্যাক নিউজ রিপোর্ট :নেকবর হোসেন ]

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার চৌকস কর্মকর্তা এসআই শাহিন কাদির এর নেতৃত্বে পৃথক দুটি অভিযান চালিয়ে গাজা ও বিপুল পরিমান ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়,রোববার রাত ৮ টার দিকে সদর দক্ষিন উপজেলার রামপুর থেকে গোপন সংবাদের অভিযান পরিচালনা করে দাউদকান্দি উপজেলার পশ্চিম হুগলিয়া গ্রামের হারুনুর রশিদের ছেলে আনিস ও একই উপজেলার দয়াপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে মাইনুদ্দিন কে ১০ কেজি গাজা সহ আটক করা হয়।

একই টিম সোমবার ভোর রাতে সদর দক্ষিন উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই উপজেলার দরিবঠগ্রামের সোলেমান এর ছেলর সাব্বির হোসেন কে ২০০ বোতল ফেন্সিডিল সহ অাটক করা হয়েছে।আটককৃত মালামাল এর মূল্য কয়েক লক্ষ টাকা।আটককৃত দের বিরুদ্ধে সদর দক্ষিন মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার এস আই শাহীন কাদির জানান,কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-বার,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।জেলা পুলিশ সুপার এর ঘোষনাকে বাস্তবে রপদানের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর দক্ষিন উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ কেজি গাজা ও ২০০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক কারবারি কে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *