[ম্যাক নিউজ ডেস্ক]

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিকনকে (৪২) প্রধান আসামি করে কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে যুবলীগ কর্মী কাদের মির্জার অনুসারী শহীদ উল্যাহ রাসেলকে (৩৪), তৃতীয় আসামি করা হয়েছে কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিককে (২৫) ও চতুর্থ আসামি করা হয়েছে কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেনকে (৫৩)। মামলায় আরও ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ২০-৩০ জনকেও মামলায় আসামি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১ নম্বর সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী চৌধুরীকে (৫৮) গুলি করে ও পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার দ্রুত অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *