[ম্যাক নিউজ রিপোর্টঃ মাহফুজ নান্টু]
র্যাব কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বরোড এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৬৯ বোতল ফেনসিডিলসহ জাবেদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেকদিন ধরে মাদক কারবারের সঙ্গে জাবেদ জড়িত বলে জানা গেছে।
কুমিল্লায় প্রাইভেট কারে করে ফেনসিডিল পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদর দক্ষিণ উপজেলার বিশ্বরোড এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাবেদ আলীর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার উত্তর টকবী গ্রামে
র্যাব কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বরোড এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৬৯ বোতল ফেনসিডিলসহ জাবেদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেকদিন ধরে মাদক কারবারের সঙ্গে জাবেদ জড়িত বলে জানা গেছে। রাতেই তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশিষ চৌধুরী জানাব জাবেদের বিরুদ্ধে মাদক মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।