[ম্যাক নিউজঃ স্টাফ রিপোর্ট]
কুমিল্লায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে ৩০ শয্যা করোনা ইউনিটের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেনারেল হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা কুমিল্লা ৬(সদর) আসনের তিন তিন বারের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
এ সময় জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, ডেপুটি সিভিল সার্জন শাহাদাৎ হোসেন, বিএমএ কুমিল্লার সাধারন সম্পাদক ডাক্তার আতাউর রহমান জসিম ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।