[ম্যাক নিউজঃরিপোর্ট মাহফুজ বাবু বুড়িচং]
কুমিল্লার বুড়িচংয়ে সোহান (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
মঙ্গলবার(২০ এপ্রিল) দুপুর ১টায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুঁলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোহান বুড়িচং উপজেলার বুড়িচং পশ্চিম পাড়ার তাহের সরদারের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহান পার্শবর্তী রাজাপুর গ্রামের একটি মেয়েকে ভালোবাসতো কিন্তু সোহানের পরিবার তা মেনে নেয় নি। তাতে পরিবারের সাথে অভিমান করে সোহান নিজের থাকার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক(বিপিএম) ঘটনার সত্যেতা নিশ্চিত করে বলেন,আমি খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি।লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে”।