[ম্যাক রানা]

কুমিল্লা নগরীর প্রায় ৬টি এতিমখানার এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করলেন কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও টার্গেট গ্রুপের চেয়ারম্যান ও সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক মন্ডলীর উপদেষ্টা,  কাজী শারমিন আওয়াল পারভেজ বাপ্পী।


মা-বাবাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। যেন পৃথিবীতে তাদের জীবন স্বস্তিকর হয় এবং পরকালেও তাদের প্রতি কল্যাণের ধারা অব্যাহত থাকে। ইসলামের দৃষ্টিতে সুসন্তান পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ। কেননা মৃত্যুর পর মানুষ সীমিত যে কয়েকটি মাধ্যম দ্বারা উপকৃত হয়, সুসন্তান তার একটি। হাদিসের ভাষ্য মতে, মৃত্যুর পর সন্তানের ভালো কাজ মা-বাবাকে উপকৃত করে। তাই সন্তানের দায়িত্ব পরকালে মা-বাবার আত্মার মুক্তি ও মর্যাদা বৃদ্ধির জন্য বেশি বেশি নেক আমল করা। শরিয়তের দৃষ্টিতে যেসব কাজের মাধ্যমে সন্তান তার মৃত মা-বাবাকে লাভবান করতে পারে।

আজ ২১ এপ্রিল বুধবার কাজী শারমিন আওয়াল পারভেজ বাপ্পীর মায়ের ১০ম মৃত্যুবার্ষিকী। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষিকা ছিলেন। মরহুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংরাইশ শিশু(মেয়ে) পরিবারের ১০০জন শিশু সহ আরো ৬টি এতিমখানায় এতিমদের নিয়ে মিলাদ ও ইফতারের আয়োজন করা হয়। এছাড়াও ভাসমান প্রায় ১৫০জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক ও প্রকাশক ওমর ফারুকী তাপস, ফারহান আহমেদ মিঠু, সাংবাদিক মাহবুবুল আলম বাবু সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *