[ম্যাক নিউজঃ স্টাফ রিপোর্ট]
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা যায়, কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে এস আই শাহিন কাদির সহ ডিবি পুলিশের একটি দল বুধবার মধ্যরাতে সদর দক্ষিন উপজেলার বিরাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১শ’ত বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলো সদর দক্ষিন উপজেলার কমলপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র আব্দুল ওদুদ (৫০), জগতপুর গ্রামের আবুল কাশেমের পুত্র মোহাম্মদ রিপন (২৭)।
পুলিশ আটককৃতদের বিরুদ্ধে সদর দক্ষিন থানায় মামলা দায়ের পূর্বক আসামীদের কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।