[ ম্যাক নিউজ ডেস্ক ]

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে ফেইসবুক লাইভে এসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে স্বেচ্ছাসেবকলীগের কুমিল্লা উত্তর জেলা সদস্য মো. লিটন সরকার বাদি হয়ে দেবিদ্বার থানায় অভিযোগটি করেন। ওসি মো. আরিফুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগকারী কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বাক কমিটি ও টিম ১০১এর টিম প্রধান লিটন সরকার বলেন, ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ফেইসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়া সহ ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আওয়ামিলীগে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লী রয়েছে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে নূরের এ বক্তব্যে। সে ধর্মের সাথে তার নোংরা উদ্দেশ্য জড়িয়ে মানুষ কে বিভ্রান্ত করতে এবং ফয়দা হাসিলের জন্য এমন বক্তব্য দিয়েছে যা কখনোই মেনে নেয়া যায় না। এছাড়াও আওয়ামী লীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠন নিয়ে সে যেসকল মন্তব্য করেছে তা আওয়ামী লীগ কর্মী সমর্থক ও মুসল্লীদের হৃদয়ে আঘাত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, তার আইনজীবি অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ (সবুজ), কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা যাদব রায় প্রমূখ।
মামলার আইনজীবি অ্যাডভোকেট মো.হারুনুর রশিদ (সবুজ) বলেন, ভিপি নূর তার ভেরিফাইড ফেইসবুক লাইভে এসে কোনো আওয়ামী লীগ মুসলমান হতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজসহ বিভিন্ন উস্কানিমূলক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)২৮ (২)/২৯(১)৩১ (২) ধারায় অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফুর রহমান বলেন, ভিপি নূরুল হক নূরুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে ফেইসবুক লাইভে এসে হেফাজতে ইসলামের নেতাদের সুরে আওয়ামী লীগের বিরুদ্ধে নুরুল হক নূর বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরণের মুসলমান। শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোন খবর নাই।
নূর লাইভে এসে আরও বলেন, আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম-ওলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না। এদের কোনো ঈমান নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *