[ম্যাক নিউজ ডেস্কঃ রিপোর্ট:- মাহফুজ নান্টু। ]
প্রধানমন্ত্রীর খাদ্য উপহারের প্রথম ধাপে নগরীর চকবাজার, টমসমব্রিজ ও মোগলটুলীতে ৫০ জন করে দেড় শ জন এবং ঈদগা এলাকায় ১৫০ জনের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। এ ছাড়া এক শ জন বীরমুক্তিযোদ্ধার বাসায় প্রধানমন্ত্রীর উপহার পাঠানো হয়।
করোনায় উপার্জন কমে যাওয়ায় অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার বেলা সাড়ে চারটায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাঁ সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান উপহার তুলে দিয়েছেন অসহায় মানুষদের হাতে।
নগরীর আরও অন্তত তিনটি পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই খাদ্যসামগ্রী তুলে দেন।
গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে কুমিল্লার ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট প্রায় সবই বন্ধ। এই পরিস্থিতিতে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে যারা হাত পেতে চলেন, তাদেরও আয় কমে গেছে। রোজার মধ্যেও সহায়তা মিলেছে না তেমন। এই অবস্থায় ছিন্নমূল মানুষদের তিন বেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে গেছে।
জেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর খাদ্য উপহারের প্রথম ধাপে নগরীর চকবাজার, টমসমব্রিজ ও মোগলটুলীতে ৫০ জন করে দেড় শ জন এবং ঈদগা এলাকায় ১৫০ জনের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
এ ছাড়া এক শ জন বীর মুক্তিযোদ্ধার বাসায় প্রধানমন্ত্রীর উপহার পাঠানো হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আগামী দিনগিলোতেও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ অব্যহত থাকবে।’