[ম্যাক নিউজ রিপোর্টঃ- নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
গতকাল ২৮এপ্রিল কুমিল্লা জেলায় নতুন করে আরও৪১ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার৯০৬জন।
আজকের রিপোর্টে পাঁচজন মৃত্যু দেখানো হয়েছি।কুমিল্লা সিটি০২জন,লাকসাম ০২জন, বুড়িচং০১জন, যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৩৭১জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ১০জন, সদর দক্ষিণ ০৩
জন, লাকসাম ০৮জন, বুড়িচং০২জন, চৌদ্দগ্রাম ০৬ জন,চান্দিনা০৩ জন,মনোহরগন্জ০৩ জন,
বরুড়া ০২জন,দেবিদ্বার০১ জন, নাঙ্গলকোট ০১জন,লালমাই ০২জন।
আজকের রিপোর্টে সুস্থ্য ৮৯ দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৭২০জন করোনা রোগী।সুস্থ্য আজকের কুমিল্লা সিটি কর্পোরেশন ৩০জন, চৌদ্দগ্রাম ৪৬ জন,মেঘনা ০৭ জন,চান্দিনা ০৫জন, লালমাই ০১ জন।
গতকাল ২৮এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৭হাজার ৮০৩জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৭ হাজার ১২৯জনের। এর মধ্যে ১১ হাজার ৯০৬জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ৩৬৩
এদের মধ্যে নতুন সনাক্ত: ০২।