[ম্যাক নিউজ ডেস্ক ]
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) খন্দকার তবিদুর রহমান ও তালতলা তদন্ত ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে তাদের বদলি করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তবিদুর রহমানকে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ফাঁড়িতে এবং আহসান উল্লাহকে নারায়ণগঞ্জ জেলা পুলিশে বদলি করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের অন্যত্র পাঠানো হয়েছে।
শেখ ফরিদ/এসপি