[ নিজস্ব প্রতিবেদক ]
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নরসুন্দরদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দেন এমপি বাহার।
কুমিল্লা করোনায় আয় কমেছে নিম্ন আয়ের মানুষদের। এদের মধ্যে রয়েছেন নরসুন্দর সম্প্রদায়ের মানুষও। শনিবার দুপুর ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৪৫০ নরসুন্দরের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দেয়া হয়।
কুমিল্লা (৬) সদর আসনের তিন তিন বারের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার তাদের মাঝে খাবার সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের নেত্রী। করোনার সময় তিনি সবার খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়া তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে দুই হাজার ৫০০ টাকা করে দিবেন বলে জানিয়েছেন।’
সংকটময় মুহূর্তে খাদ্য উপহার পেয়ে আনন্দিত নরসুন্দর কৈলাশ রায়। তিনি গোমতী টাইমসকে বলেন ‘ঘরে খাবার ছিল না। আজ খাবার পেয়েছি। প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমরা প্রতিজনকে ছয় কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই, দুটি সাবান দিয়েছি। এছাড়া আমাদের এমপি মহোদয় প্রত্যককে ছয় কেজি করে আলু দিয়েছেন।’
এ সময় পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ অনেকে ছিলেন।