[ ম্যাক নিউজ ডেস্ক ]

কুমিল্লায় ইয়াবাসহ ১৯ মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।সদর উপজেলার কাজিপাড়ায় ভাড়া বাসা থেকে সোমবার বিকেলে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। স্বপনের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লবপুর গ্রামে।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে মঙ্গলবার সকালে আদালতে তোলা হবে।

এসআই পরিমল দাশ বলেন, ‘মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাজিপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, স্বপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে ১৯টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *