[ম্যাক নিউজ রিপোর্টঃ-মোঃশরিফুল ইসলাম সুমন]
ফ্রি-ফায়ার গেইম খেলতে না দেয়ায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের মোহাম্মদ সাগর (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে (৪ মে ২০২১) মঙ্গলবার বিকেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন পূর্ণমতি গ্রামের মোঃ শাহ আলম মিয়ার ছেলে মোহাম্মদ সাগর মাদ্রাসা থেকে লক ডাউনে ছুটিতে বাড়িতে এসে মায়ের মোবাইল দিয়ে ফ্রি গেইম খেলতো।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মায়ের মোবাইল দিয়ে গেইম খেলার সময় মা মোবাইল দিতে অস্বীকার করায় মা ও ছেলের মাঝে তর্কবির্তক হয়। এতে অভিমান করে সাগর নিজ ঘরে সকলের অগোচরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে বুড়িচং থানার পুলিশকে খবর দিলে এসআই বাদল ও এসআই মামুন ঘটনারস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।নিহত সাগর কুমিল্লা শুভপুর হাফেজিয়া বড়মাদ্রাসার ছাত্র ছিলেন।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে
বলেন, নিহত সাগরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।