[ ম্যাক নিউজ ]


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউপির সারপটি মোল্লাবাড়ী পাশে ধান খেতে ডাকপাখি ধরতে পিছু নেয় হাসান। ডাকপাখি টি ভয়ে গর্তে লুকায়। হাসান পাখিটিকে ধরতে গর্তের ভিতর হাত ঢুকিয়ে দেয়। এ সময় গর্তের ভিতরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ হাসানকে দংশন করে। এতে মোহাম্মদ হাসান (১২) নামের শিশুর মৃত্যু হয়। ৩ মে সোমবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন সারপটি মোল্লাবাড়ী বাড়ীর পাশে ধান খেতে পাখি শিকার করতে গিয়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মোহাম্মদ হাসান সারপটি মোল্লাবাড়ীর মোঃ মোখলেছুর রহমানের (ওরূপে) ছুটু মোল্লার একমাত্র ছেলে। হাসানের চাচাতো ভাই মফিজুর রহমান বলেন, হাসান ধান খেতে খেলার ছলে ডাকপাখি শিকার করতে পেছু নেয়। হাসানের ভয়ে পাখিটি গর্তে লুকায়। হাসান পাখি ধরতে গর্তের ভিতর হাত দিলে ভিতরে লুকিয়ে থাকা সাপটি হাসানকে ছোবলদেয়। তার সাথে বাড়ির পাশের অন্যান্য শিশুরাও ছিল। হাসান স্থানীয় হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। সোমবার সকালে তাকে বিষধর সাপে কামড় দেয়। প্রথমে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

হাসানের বাবা মোখলেছুর রহমান ছুটু বলেন, ‘আমার এক ছেলে ও ২ মেয়ে । হাসান ছোট। সকালে ঘুম থেকে উঠে সে আমাদের বাড়ির পাশের পাখি ধরতে যায়। ওই সময় তাকে একটা সাপ দংশন করে।

সোমবার দিবাগত রাতে সারপটি মোল্লা বাড়ী জামে মসজিদ সংলগ্ন মাঠ হাসানের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাযায় নামাজে উপস্থিত ছিলেন চিওড়া ৮ নং ওয়ার্ডের মেম্বার আলী হোসেন ও হাসানের আত্মীয়-স্বজন আলেম-ওলামা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *