[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শেকু মিয়া (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেকু মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মো. গণি মিয়ার ছেলে। তিনি উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় খাদিজা ব্রিকফিন্ডের শ্রমিক ছিলেন।
মিয়া বাজার হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াসিম বাবু জানান, ঈদের নামাজ শেষে শেকু মিয়া বাতিসা ইউনিয়নের মহাসড়কের নানকরা এলাকায় এক স্বজনের সঙ্গে দেখা করতে যান। দুপুর ২টার দিকে কর্মস্থলে ফেরার পথে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।