[ম্যাক নিউজঃ-স্টাফ রিপোর্ট[
ঈদের রাতকে নিরাপদ ভেবে কসবা থেকে গাঁজার চালান ঢাকা যাওয়ার পথে সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানা পুলিশ।
গতকাল দিবাগত রাত ৩টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর ভূমি অফিস এলাকা থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের কৈশার গ্রামের আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে সোহেল মিয়া (৪০) ও একই ইউনিয়নের আন্দিকুট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে খোকন মিয়া ওরফে কনু মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থেকে বাঙ্গরা হয়ে গাঁজা ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ পীর কাশিমপুর ভূমি অফিস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দ্রæতগামী একটি সিএনজির গতিরোধ করে, তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাদক ব্যবসায়ী সোহেল ও কনু মিয়ার বিরুদ্ধে শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।