[আন্তর্জাতিক নিউজঃ- ডেস্ক]
পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণার দিনই রেকর্ড সর্বাধিক মানুষের মৃত্যু হয়েছে করোনায়। তবে পরীক্ষার সঙ্গে গতদিনের চেয়ে নতুন আক্রান্ত কিছুটা কমে ২০ হাজারের নিচে নেমে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতর শনিবার এই হিসাব দিয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪৪ জনের। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে করোনায় মোট মত্যেুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।
এদিন উত্তর চব্বিশ পরগনায় ৩৫ জন ও কলকাতায় ৩০ জনের মৃত্যু হয়েছে। হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনায় ১৩ জন করে, হাওড়ায় ১১ জন ও মুর্শিদাবাদে নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। যার ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ ১৩৭ জন।
গতদিনের তুলনায় ১ হাজার ৩০০ কমে নতুন আক্রান্ত ১৯ হাজার ৫১১। তবে নমুনা পরীক্ষা হয়েছে কম। এদিন ৬৬ হাজার ৫০০ নমুনা পরীক্ষা হয়েছে; যা শুক্রবারের তুলনায় প্রায় ৩ হাজার ৫০০ কম। এ নিয়ে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ১১ লাখ ১৪ হাজার ৩১৩ জনে।
পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২১১ জন। সংক্রমণ কমায় সক্রিয় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে মাত্র ১৫৬। এছাড়া রাজ্যটিতে সুস্থতার হার বেড়ে হয়েছে প্রায় ৮৭ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, শুক্রবার ঈদের জন্য পরীক্ষা কম হওয়ায় সংক্রমণ কমেছে বলে মনে হচ্ছে। কিন্তু পুরোদমে পরীক্ষা শুরু হলেই আবার বাড়তে পারে সংখ্যা। এদিন থেকে পশ্চিমবঙ্গ লকডাউন সর্বাত্মক করে আরও ১৫ দিনের জন্য বিধিনিষেধগুলো বাড়ানো হয়েছে।