[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]



গতকাল ১৫মে কুমিল্লা জেলায় নতুন করে আরও০৪জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার৪৮১জন।
আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪১৫জনে দাঁড়ালো। চৌদ্দগ্রাম ০১ জন,দেবিদ্বার ০১জন।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ০১জন, দেবিদ্বার ০১ জন,বুড়িচং ০১ জন,চৌদ্দগ্রাম ০১ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য১১জন
দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১০ হাজার১৫৭জন করোনা রোগী।আজকের সুস্থ্য চান্দিনা ০৭ জন,দেবিদ্বার ০৪ জন।
গতকাল ১৫মে বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭১হাজার ৩৯৪জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭১ হাজার ৩৯১জনের। এর মধ্যে ১২ হাজার ৪৮১জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৭৮
এদের মধ্যে নতুন সনাক্ত: ০৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *