[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]


কুমিল্লার চৌদ্দগ্রামে সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিনের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ (১৬ মে) ভোরে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসাইন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা গোমতী টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে উপজেলার ধনুসাড়া এলাকায় এসপি ফরিদ উদ্দিন বাড়ির সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। একপর্যায়ে গোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ ঘটনায় ফরিদ উদ্দিন বাড়িতেও হামলা চালানো হয়।

পরে এ ঘটনায় গোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ কামাল বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় গোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *