[ম্যাক নিউজ ডেস্ক]

৬৩ এসপির বদলি, সর্বোচ্চ ৪৭ জন গেলেন র‍্যাবে

সম্প্রতি পদোন্নতি পাওয়া পুলিশ সুপারদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলির আদেশে সর্বোচ্চ ৪৭ জনকে র‍্যাবের উপ-পরিচালক পদে পাঠানো হয়েছে।

রোববার (১৬ মে) রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বদলির আদেশ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বদলি হওয়াদের মধ্যে র‍্যাবে উপ-পরিচালক হিসেবে ৪৭ জনকে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্যদের স্পেশাল ব্রাঞ্চে (এসবি), পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), পুলিশ সদরদফতরের ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেলের (প্রেষণে), পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) হিসেবে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে, খুলনা, রাজশাহী, বরিশাল রেঞ্জ অফিস ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বদলি/পদায়নের আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *