[ম্যাক নিউজ রিপোর্টঃ- নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জন নারী পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদেরকে জেলার আদর্শ সদর উপজেলার ঝাগুরজুলি বিশ^রোড এলাকার হোটেল রাজধানী থেকে তাদের আটক করা হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল হক জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে বেশ কিছু আবাসিক হোটেলে অসামাজিক কর্মকান্ড হয়।
এমন খবরে অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) সোহান সরকার এর নির্দেশনায় সোমবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে অনৈতিক কার্যকালাপে লিপ্ত অবস্থায় আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে বেলা ৪ টায় আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।