[ম্যাক নিউজ রিপোর্ট নেকবর হোসেন কুুুমিল্লা]
কুমিল্লার দাউদকান্দিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সবজিকান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে মোঃ মনির(২৪) এবং দোনারচর গ্রামের মাইজ উদ্দিনের ছেলে আলাউদ্দি(৩০)।
গতকাল রাতে অভিযান চালিয়ে আটক করে মডেল থানা পুলিশ। আজ বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, প্রযুক্তির সহায়তায় ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত দুজনই কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আটককৃত মনিরের বিরুদ্ধে ৩ টি মামলা এবং আলাউদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, দ্রুত বিচার ও মাদকের ১২ টি মামলা বিচারাধীন আছে। তাদের সহযোগীদের গ্রেফতার অভিযান চলমান আছে।
উল্লেখ্য, গত ১৭ মে রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর উপর অজ্ঞাত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন(২৬) নামে এক মোটরসাইকেল আরোহী খুন হয়। এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা করেন নিহতে ভগ্নিপতি ইব্রাহিম।