[ম্যাক নিউজ রিপোর্টঃ-মাহফুজ বাবু কুমিল্লা]


কুমিল্লায় একাধিক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মীর হোসেনের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের কালিরবাজার গ্রামে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল দাস গোমতী টাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মীর হোসেনের ওয়ার্কশপে অভিযান চালানো হয়। এ সময় বিদেশি মদ ও দুইশ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটকের পর তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, মীর হোসেন দীর্ঘদিন ধরে ওয়ার্কশপের আড়ালে মাদকের কারবার করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের আরও তিনটি মামলা আছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিম ইনচার্জ পরিমল দাস সহ সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউপির কালির বাজারের আবুল কাশেম স্টিল ওয়ার্কশপ থেকে

১৪টি কাঁচের বোতল ভারতীয় বিয়ার, ১৬ টি ক্যান বিয়ার, ১৫বোতল মদ ও ২০০পিস ইয়াবা সহ গিলাতলা (মাষ্টার বাড়ি) এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে মাদক কারবারি মির হোসেন (৩৪) গতরাতে গ্রেফতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *