[ম্যাক নিউজ রিপোর্টঃ-মাহফুজ নান্টু কুমিল্লা]
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।উপজেলার দুলালপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
শিশু দুইটি হলো গ্রামের মাওলানা আবদুস সালামের আট বছর বয়সী মেয়ে সানিয়া আক্তার এবং আলমগীর হোসেনের একই বয়সের মেয়ে ময়িরম আক্তার।
স্থানীয় গিয়াস উদ্দীন ও সাফি ইকবাল জানান, দুপুরের প্রচণ্ড গরমে পাশের খোদাবক্স বাড়ির পুকুরে গ্রামের শিশুরা দল বেঁধে গোসল করতে নামে। এ সময় সানিয়া ও মরিয়ম পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান রিপন ভূঁইয়া বলেন, ‘নিহত শিশুদের বাড়িতে গিয়েছি। এ বিষয়ে থানায় জানানো হয়েছে।’