[ম্যাক নিউজ ডেস্ক]

মাত্র ২০ টাকার বিনিময়ে কিয়স্কে (ডিসপ্লেসহ এক ধরনের যন্ত্র) মিলবে জমির পর্চা। রেল স্টেশন, বিমানবন্দর, শপিং মলসহ বিভিন্ন জনসমাগম এলাকায় স্থাপন করা হবে এ যন্ত্র।

সোমবার (২৪ মে) সচিবালয়ে এক অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমরা অনেক ইনোভেটিভ চিন্তা-ভাবনা করছি। চিন্তা করছি কিয়স্ক নিয়ে। বিদেশের বিভিন্ন জায়গায় আছে কিয়স্ক। পর্চা কিয়স্ক থেকে নেওয়া যাবে। আমরা বিভিন্ন পাবলিক এরিয়া এবং উপজেলা সদর দফতরে আমরা কিয়স্ক স্থাপন করব। আমরা এটা চিন্তা করছি, কিন্তু চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, সচিবকে বলেছি, আমরা হয়তো রেল স্টেশন, এয়ারপোর্ট বিভিন্ন শপিং মল, মেট্রোপলিটন এরিয়ায় এগুলো (কিয়স্ক) বসানোর চিন্তা করব। ইউনিয়নে হবে না, উপজেলায় হবে। মেশিনটা (কিয়স্ক) ভাংতি দিতে পারবে না। যে কেউ মেশিনে ২০ টাকার নোট ঢুকালে পর্চাটা বের হবে। কিন্তু পর্চাটা হবে আনসার্টিফাইড। পরে যদি কেউ সার্টিফাইড করে নিতে চায় করতে পারবে। এগুলোই আমাদের দরকার।

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে আমি বলে আসছি, আমরা হিউম্যান টু হিউম্যান টাচ কমাতে চাই। এখনও মাঠ পর্যায়ে কিছু কিছু সমস্যা রয়ে গেছে। আমরা চাচ্ছি পরিচ্ছন্ন একটা পরিবেশ প্রত্যেকটি পর্যায়ে রিফ্লেক্ট করে।

অনুষ্ঠানে একটি ব্যাংক এবং তিনটি মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সরকার। চুক্তির মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, মিউটেশন ফি, খতিয়ান ফিসহ যাবতীয় ফি পরিশোধ করা যাবে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ, বিকাশ ও উপায়ের সঙ্গে চুক্তি করেছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, বিকাশের পক্ষে জেনারেল ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট এসএম বেলাল আহমেদ, নগদের পক্ষে চিফ ইনফরমেশন অফিসার আশীষ চক্রবর্তী, উপায়ের পক্ষে সাইফুল হক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পক্ষে অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর আরিফ কাদরি চুক্তিতে স্বাক্ষর করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *