[ম্যাক নিউজ রিপোর্টঃ- দাউদকান্দি প্রতিনিধি]
কুমিল্লার দাউদকান্দিতে ডাকাত সন্দেহে অজ্ঞাত(৩০) যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মালিগাঁও ইউনিয়নের দক্ষিন নগর গ্রামে এঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মেম্বার ও দক্ষিন নগর গ্রামের সোহেল মিয়া জানান, গত রমজান মাস থেকে এ পর্যন্ত ৪টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটে আমাদের গ্রামে। তাই গ্রামবাসী পালা করে রাতে পাহাড়া দেয়। গতকাল রাতে পাহাড়াদাররা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে গ্রামবাসী দলটিকে ধাওয়া করে। এক পর্যায়ে একজন হোচট খেয়ে পড়লে তাকে আটক করে পেটায় গ্রামবাসী। সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ জুয়েল রানা বলেন, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আনা হয়েছে। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পিবিআই এবং সিআইডিসহ পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে ।