[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লা সদরে মোটর সাইকেলে গাঁজা পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা। এ সময় মোটর সাইকেলটি জব্দ করা হয়।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত যুবকরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুমারডাঙ্গা গ্রামের মোঃ আলী নওয়াবের ছেলে মোঃ আব্দুল জলিল (৩৬) এবং সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ শাহরিয়ার হোসেন জিসান (২২)।এ বিষয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।