[ ম্যাক নিউজ ডেস্ক ]
কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ ৫ জন মাদক পাঁচারকারীকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২।
আজ (২৮ মে) দুপুরে জেলার আমতলী বিশ্বরোড এলাকায় ও সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৫৩ কেজি গাঁজা ও ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আমতলী বিশ্বরোড এলাকা থেকে ৫৩ কেজি গাঁজা ও ৩ হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ তিন জন মাদক পাঁচারকারীকে আটক করা হয়। আটককৃতরা চাঁদপুর সদরের মৃত আক্তার হোসেনের ছেলে মোঃ আব্দুল্লাহ হোসেন (২৮) ও একই এলাকার মোঃ আব্দুল্লাহ হোসেনের স্ত্রী জেসমিন (২৬), কুমিল্লার বুড়িচংয়ের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ ফাইম (২২)।
এছাড়াও সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৫ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক পাঁচারকারীকে আটক করা হয়। আটককৃতরা বরিশালের মুলাদি উপজেলার মোঃ সুলতানের ছেলে মোঃ রবিন (৩৫) ও শরিয়তপুরের নুরিয়া উপজেলার কামাল শেখের ছেলে মিরাজ (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।