[ ম্যাক নিউজ ডেস্ক ]

করোনা সংক্রমণ প্রতিরোধে চীনের সিনোফার্মের বিবিআইবিপি-করভি টিকা মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ সদস্যদেরও দেওয়া হবে। শুক্রবার (২৮ মে) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, চীন থেকে আসা উপহারের পাঁচ লাখ টিকা আপাতত সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। এখন থেকে তাদের পাশাপাশি পুলিশ সদস্যদেরও এ টিকা দেওয়া হবে।

তিনি বলেন, পাঁচ লাখ টিকা আড়াই লাখ মানুষকে দেওয়া হবে। দেশে আড়াই লাখ মেডিকেল শিক্ষার্থী নেই। যে কারণে পুলিশ সদস্যদের এই টিকা দেওয়া হবে।

কবে থেকে এই টিকা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে নাসিমা সুলতানা জানান, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুতই টিকাদান শুরু হবে।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল জরুরি ব্যবহারে সিনোফার্মের টিকা প্রয়োগের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর। এরপর গত ১২ মে বাংলাদেশে এই টিকার পাঁচ লাখ ডোজ উপহার হিসেবে পাঠায় চীন। আরও ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠানোর কথা দিয়েছে বেইজিং।

এছাড়া সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনবে সরকার। এ টিকার প্রতি ডোজ কিনতে খরচ হবে ১০ ডলার করে, যা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকার মূল্যের চেয়ে দ্বিগুণ বেশি। সিরামের কাছ থেকে প্রতি ডোজ ৪ ডলারে কিনছে বাংলাদেশ। সরাসরি ক্রয় পদ্ধতিতে চীন থেকে টিকা কিনবে সরকার।

আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার (২৫ মে) থেকে দেশে শুরু হয় চীনের টিকা প্রয়োগ। আপাতত ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিক্যাল, স্যার সলিমুল্লাহ ও মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *