[ম্যাক নিউজ রিপোর্টঃ-জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া]

ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিক তাণ্ডবের কারণে গত ২৭ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী যাত্রীরা। ফলে যাত্রীদের দুর্ভোগ নিরসনে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পুনরায় সকল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম।

শনিবার (২৯ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার এ নাগরিক সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এ ঘটনায় ২৭ মার্চ থেকে পূর্বাঞ্চল রুটে চলাচলকারী সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রতিদিন অন্তত ২৮ জোড়া আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন যাত্রাবিরতি করত। করোনাভাইরাসের বিস্তার রোধে টানা ৪৯ দিন বন্ধ থাকার পর গত ২৪ মে থেকে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন যাত্রাবিরতি করছে না। এতে দুর্ভোগে পড়েছেন রেলপথে যাতায়াতকারীরা। পাশাপাশি পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ স্টেশন থেকে সরকারও কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

সেজন্য দ্রুত রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ শুরু করে সকল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার জন্য রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের কাছে দাবি জানান নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।

বাংলাদেশ রেলওয়ে…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *