[ম্যাক নিউজ ডেস্ক]
কুমিল্লার মুরাদনগরে ভাতিজার রডের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। নিহত চাচা নুরু মিয়া (৯০) দিলালপুর গ্রামের মৃত. চাঁন মিয়ার ছেলে। ঘাতক তার ভাই আলী আকবরের ছেলে অলি উল্লাহ (৩০) ও রহমত উল্লাহ (২০)।
স্থানীয় সুত্রে জানা যায়, চাচা নুরু মিয়ার বসত বাড়িতে বৃষ্টির সময় ভাতিজার বাড়ির পানি গড়াত। বৃহস্পতিবার সন্ধার পর বৃষ্টির পানি অন্যদিক দিয়ে চলাচলের ব্যবস্থা করে দিতে বলে ভাতিজাকে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা ঘর থেকে একটি রড এনে চাচার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মুরাদনগর থানা অফিসার ইনচার্জ সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মেয়ে বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ একজন আসামীকে আটক করেছে। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।