[ ম্যাক নিউজ ডেস্ক ]

আই লাভ কেএল (কুয়ালালামপুর)’ টি-শার্ট পরা অবৈধ অভিবাসীর ছবি নিয়ে নেট দুনিয়ায় হইচই শুরু হয়েছে। নেটিজেনরা বলছেন, অভিবাসীরা ভালোবাসলেও মালয়েশিয়া তাদের ভালোবাসে না।

গত ৬ নভেম্বর রাতে মালয়েশিয়ার সাইবারজায়ার থেকে নারী ও শিশুসহ ১৫৬ জনকে আটক করার সময় মালয় মেইলের ফটোগ্রাফার হরি আঙ্গাগারা ছবিটি তুলেছিলেন।

১০ জুন টিআরপির সাংবাদিক আকমাল হাকিম তার এক প্রতিবেদনে লিখেছেন, অপ্রত্যাশিতভাবে অবৈধ অভিবাসীদের আটকের সময় তাদের মাঝে অজানা এক আতঙ্ক বিরাজ করছিল।

স্থানীয় অভিনেত্রী, লেখক এবং পরিচালক জো কুকথাস সোশ্যাল মিডিয়ায় ‘আই লাভ কেএল’ টি-শার্ট পরা অবৈধ অভিবাসীর ছবি পোস্ট করে লিখেছেন, আমরা অভিবাসীদের অধিকার এবং তাদের মানবতা হরণ করি। আমরা তাদের দুঃখকে ঘৃণা করি, তাদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করি ।

নেটিজেনরা বলছেন, অনিবন্ধিত প্রবাসী কর্মী ‘আই লাভ কেএল’ টি-শার্ট পরেছেন। দুঃখজনক যে, কেএল তাকে আর ভালবাসে না। কেএল তাকে কাজে ব্যবহার করে। কাজ শেষ হলে ছুড়ে ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *